নিজস্ব প্রতিনিধি, আড়শা :
শীতের হালকা হিমেল হাওয়ায় বাঁদনা পরবের আগে জমজমাট মানভূম সংস্কৃতির কাড়া লড়াই। সাবেক মানভূম অঞ্চলে লোকসংস্কৃতির অন্যতম আকর্ষণ এই কাড়া লড়াই। শীতের আগমনের সঙ্গে সঙ্গেই জেলার বিভিন্ন প্রান্তে শুরু হয় এই ঐতিহ্যবাহী প্রতিযোগিতা। বাতাসে হালকা হিমের পরশে সেই লড়াই যেন আরও রোমাঞ্চকর হয়ে ওঠে। আর এই লড়াই দেখতে কাতারে কাতারে মানুষ ভিড় জমান মাঠে।
শুক্রবার আড়শা ব্লকের কুদাগাড়া ষোলআনা কমিটির উদ্যোগে ঐতিহ্য রক্ষার উদ্দেশ্যে আয়োজিত হয়েছিল কাড়া লড়াই ও মোরগ লড়াইয়ের আসর। কয়েক হাজার দর্শক ভিড় জমান মাঠে। মোট ৮ জোড়া কাড়া অংশ নেয় প্রতিযোগিতায়। লড়াইয়ে কোনও অঘটন ঘটেনি। আয়োজক কমিটির পক্ষ থেকে বাঁশের ব্যারিকেড তৈরি করা হয়েছিল, পাশাপাশি উপস্থিত ছিলেন পর্যাপ্ত সংখ্যক স্বেচ্ছাসেবক।
তবে অতীতে কাড়া লড়াইয়ের আসরে নানা দুর্ঘটনার নজির রয়েছে। কাড়ার শিঙের গুঁতোয় বা পায়ের তলায় চাপা পড়ে জখম হওয়া, এমনকি প্রাণহানির ঘটনাও ঘটেছে। এর পরই ২০১৬ সালে পুলিশ প্রশাসনের তরফে কাড়া লড়াইয়ে নিষেধাজ্ঞা জারি করা হয়। তবু লড়াই থামেনি। নিষেধাজ্ঞার প্রতিবাদে পথে নামেন কাড়া রসিক ও মালিকরা। ফলে আজও কাড়া লড়াই মানভূমের মানুষের কাছে শুধু চিত্তবিনোদনের অঙ্গ নয়, বরং প্রাচীন লোকসংস্কৃতির এক গর্ব ও আবেগের প্রতীক হয়ে আছে।











Post Comment