নিজস্ব প্রতিনিধি , ঝালদা :
প্রবল বর্ষণের দাপটে ধসে পড়ল পাটুব সেতুর একাংশ। শনিবার ভোরে ঝালদা থানার হেঁশাহতু গ্রাম পঞ্চায়েতের গড়িয়া–পাটুব সংযোগকারী ওই সেতুর এক পাশ ভেঙে পড়তেই একেবারে বিপর্যস্ত হয়ে পড়ে গ্রামীণ যোগাযোগ ব্যবস্থা। দীর্ঘদিনের পুরনো এই সেতুটি এলাকায় কারও কাছে ‘পাটুব সেতু’, আবার কারও কাছে ‘গড়িয়া সেতু’ নামে পরিচিত। টানা বৃষ্টিতে দুর্বল হয়ে পড়া সেতুর অংশ ভেঙে পড়তেই গ্রামবাসীরা কার্যত আটকে গিয়েছেন।
ফলে শুধু গড়িয়া বা পাটুব নয়, বকদ, ব্রজপুর-সহ আশপাশের একাধিক গ্রামের সঙ্গেই ঝালদা শহরের সরাসরি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এমনকি ঝাড়খণ্ডের দিকেও আর যাতায়াত সম্ভব হচ্ছে না। বিকল্প রাস্তা না থাকায় চরম ভোগান্তির মুখে পড়েছেন গ্রামবাসীরা।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বহুদিন ধরেই স্থায়ী সেতু নির্মাণের দাবি জানানো হয়েছে প্রশাসনের কাছে। কিন্তু সঠিক উদ্যোগ না নেওয়ায় আজ এমন অবস্থার সৃষ্টি হয়েছে। তাঁদের কথায়, “প্রতি বছর বর্ষায় একই দুর্দশা পোহাতে হয়। ভাঙা সেতু নিয়ে অস্থায়ী মেরামতির আশ্বাসে কাজ হচ্ছে না। স্থায়ী সেতু চাই।”
প্রশাসনের তরফে অবশ্য জানানো হয়েছে, আপাতত সেতুটি ব্যবহারযোগ্য করতে জরুরি সংস্কারের কাজ শুরু হয়েছে। শনিবার ঘটনাস্থলে উপস্থিত হন হেঁশাহতু গ্রাম পঞ্চায়েত প্রধানের প্রতিনিধি, সঙ্গে আরও কয়েকজন জনপ্রতিনিধি। তাঁদের আশ্বাস, দ্রুত বিকল্প ব্যবস্থা করে গ্রামীণ যোগাযোগ সচল করা হবে।
Post Comment