নিজস্ব প্রতিনিধি, কোটশিলা :
কীটনাশক খেয়ে আত্মঘাতী অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রীর মৃত্যুকে ঘিরে প্রতিবেশী দুই যুবকের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ তুলেছে মৃতার পরিবার। পরিবারের পক্ষ থেকে দায়ের করা অভিযোগের ভিত্তিতে শুক্রবার পুরুলিয়ার কোটশিলা থানায় ওই দুই যুবকের বিরুদ্ধে সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।
কোটশিলার বড়রোলা গ্রামের বাসিন্দা পরেশ কুমার জানিয়েছেন, তার মেয়ে রূপালী কুমার (১৪) বড়রোলা হাই স্কুলের অষ্টম শ্রেণিতে পড়ত। গত ৮ আগস্ট প্রতিদিনের মতো স্কুলে গেলেও সে বিকেলে বাড়ি ফেরার পর জানায়, স্কুল থেকে ফেরার পথে গ্রামের দুই যুবক তাকে জোর করে নিজেদের বাড়িতে নিয়ে গিয়ে মারধর করে এবং পরিবার তুলে অপমান করে।
অভিযোগ, ওই ঘটনার মানসিক আঘাত ও অপমান সহ্য করতে না পেরে রূপালী কীটনাশক খেয়ে ফেলে। আশঙ্কাজনক অবস্থায় প্রথমে তাকে কোটশিলা গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। পরে একটি বেসরকারি নার্সিংহোম, সেখান থেকে ঝাড়খণ্ডের বোকারো জেলার একটি সরকারি হাসপাতালে এবং সর্বশেষে ২০ আগস্ট পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। দীর্ঘ চিকিৎসার পর ২৫ আগস্ট সেখানেই তার মৃত্যু হয়।
ওইদিনই পুরুলিয়া সদর থানার পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে দেহটি ময়নাতদন্তে পাঠায়। পুলিশ সূত্রে খবর, পুরো ঘটনার তদন্ত চলছে।
Post Comment