insta logo
Loading ...
×

পুলিশের সঙ্গে জোর লড়াই মানবাজারে

পুলিশের সঙ্গে জোর লড়াই মানবাজারে

নিজস্ব প্রতিনিধি, মানবাজার:

একদিকে পুলিশ। অন্যদিকে মর্নিং স্টারের তরুণ সদস্যরা। বৃষ্টিকে উপেক্ষা করে মানবাজারে তুমুল লড়াই। একেবারে হাড্ডাহাড্ডি।

এমনই টানটান উত্তেজনা নিয়ে মানবাজারে অনুষ্ঠিত হল এক প্রীতি ফুটবল ম্যাচ। মূল বার্তা ছিল নবপ্রজন্মকে খেলাধুলার প্রতি আকৃষ্ট করা। রবিবার বিকেলে মানবাজার থানা একাদশ ও মানবাজার মর্নিং স্টার ক্লাবের মধ্যে রাধামাধব হাইস্কুল মাঠে এই ম্যাচ অনুষ্ঠিত হয়। টানা বৃষ্টি ও ভেজা মাঠ সত্ত্বেও দুই দলই জমজমাট লড়াই উপহার দেয়। শেষ পর্যন্ত ম্যাচ ৩-৩ গোলে ড্র হয়।

তবে এই ম্যাচের ফলাফলের চেয়ে বড় হয়ে উঠল এর উদ্দেশ্য। খেলোয়াড়রা স্পষ্ট ভাষায় জানালেন, শুধুমাত্র জয় বা হার নয়, ফুটবলকে ঘিরে নতুন প্রজন্মের মধ্যে হারিয়ে যাওয়া আগ্রহ ফিরিয়ে আনার চেষ্টাই এই ম্যাচের মূল লক্ষ্য।

এক খেলোয়াড়ের কথায়, “মানবাজার একসময় ফুটবল চর্চায় স্বনামধন্য ছিল। স্কুল-কলেজের মাঠ গমগম করত খেলোয়াড়দের উপস্থিতিতে। কিন্তু আজ মোবাইলের নেশা সেই চর্চা কমিয়ে দিয়েছে। আমরা চাই ছেলে-মেয়েরা ফের মাঠমুখী হোক। সোশ্যাল মিডিয়া যেমন জ্ঞানের বিকাশ ঘটাতে সাহায্য করে, তেমনি শারীরিক ও মানসিক সুস্থতার জন্য খেলাধুলা সমান জরুরি।”

স্থানীয় বাসিন্দা ও অভিভাবকরা এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাঁদের মতে, এই ধরনের প্রীতি ম্যাচ শুধু খেলার আনন্দই নয়, সমাজে স্বাস্থ্য সচেতনতা ও ক্রীড়া সংস্কৃতিকে আরও বেগবান করতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী দিনে মানবাজারে এ ধরনের আরও ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের পরিকল্পনা রয়েছে।

Post Comment