insta logo
Loading ...
×

পুলিশের গাড়ি ভাঙচুর, হামলার অভিযোগে সাতজন গ্রেফতার

পুলিশের গাড়ি ভাঙচুর, হামলার অভিযোগে সাতজন গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি , বলরামপুর:

পুলিশি সহায়তা কেন্দ্র বসানোকে কেন্দ্র করে উত্তেজনা, তারপরেই পুলিশের গাড়িতে ভাঙচুর ও পুলিশের উপর হামলা। ঘটনায় বলরামপুর থানার ডাভা গ্রাম থেকে সাতজনকে গ্রেফতার করল পুলিশ। গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন তিনজন পুরুষ ও চারজন মহিলা।

বলরামপুর থানার পুলিশ সূত্রে জানা গেছে , শনিবার দুপুর দেড়টা নাগাদ বাঘমুন্ডি রাজ্য সড়কে ডাভা গ্রামের অদূরে রাস্তার ধারে পিডব্লুডি-র জমিতে একটি পুলিশি সহায়তা কেন্দ্রের গুমটি বসানোর কাজ শুরু হয়। ঠিক সেই সময় পাশের জমির মালিকেরা কাজে বাধা দেন। তাঁদের বোঝাতে গেলে বচসা চরমে ওঠে। অভিযোগ, কিছুক্ষণ পরেই উত্তেজিত জমির মালিকেরা পুলিশের গাড়িতে ভাঙচুর চালান এবং পুলিশকে লক্ষ করে পাথর ছোড়েন। এই হামলায় একাধিক পুলিশ কর্মী আহত হন বলেও জানিয়েছে প্রশাসন।

ঘটনার পরেই অভিযুক্তদের শনাক্ত করে এদিন রাতেই অভিযান চালিয়ে সাতজনকে গ্রেফতার করা হয়। তাঁদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। ধৃতদের রবিবার পুরুলিয়া জেলা আদালতে তোলা হবে।

পুলিশ সূত্রে আরও জানা গেছে, পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে থাকলেও এলাকায় মোতায়েন রয়েছে অতিরিক্ত বাহিনী।

Post Comment