নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া :
বধূ নির্যাতনের শিকার হলেন এক প্রাক্তন মাওবাদী নেত্রী তথা বর্তমানে রাজ্য পুলিশের এক স্পেশাল হোম গার্ড। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পুরুলিয়া জেলার টামনা থানা এলাকায়। অভিযোগ, স্বামী তাকে নির্যাতন করে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার পাশাপাশি গোপনে দ্বিতীয় বিয়ে করেছেন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, অযোধ্যা পাহাড়তলীর বাসিন্দা নির্যাতিতা ওই তরুণী বাম আমলে চরমপন্থী কার্যকলাপে যুক্ত হন। ছিলেন মাওবাদীদের অযোধ্যা অ্যাকশন স্কোয়াডের সক্রিয় সদস্য। পরে রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর পুলিশের কাছে আত্মসমর্পণ করে রাজ্য সরকারের স্পেশাল হোম গার্ড পদে নিয়োগ পান। বর্তমানে তিনি বেলগুমা পুলিশ লাইনে কর্মরত।
পরিবার সূত্রে জানা যায়, কর্মসূত্রে বেলগুমা পুলিশ লাইনে কর্মরত এনভিএফ কর্মী এক যুবকের সঙ্গে তার পরিচয় হয় এবং ২০২২ সালের ফেব্রুয়ারিতে তাদের বিয়ে হয়। তাদের একটি কন্যা সন্তানও রয়েছে।
অভিযোগ, কন্যা সন্তান জন্মের পর থেকেই স্বামী, শ্বশুর ও শাশুড়ির হাতে মানসিক ও শারীরিক নির্যাতনের শিকার হতে থাকেন ওই তরুণী। গত ১৬ জুন তাঁকে মারধর করে স্বামী ভাড়া বাড়ি ছেড়ে চলে যান। পরে জানা যায়, অভিযুক্ত ব্যক্তি গ্রামের বাড়িতে অন্য এক মহিলাকে বিয়ে করে এনেছেন।
টামনা থানায় অভিযুক্ত স্বামী, শ্বশুর ও শাশুড়ির বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই বধূ। পুলিশ জানিয়েছে, একটি সুনির্দিষ্ট মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে।
Post Comment