নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:
মেয়ের বাড়িতে এসে প্রাতঃভ্রমণে বেরিয়ে নিখোঁজ হয়ে গেলেন এক বৃদ্ধ। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে পুরুলিয়া মফস্বল থানার সুরুলিয়া এলাকায়। ইতিমধ্যেই পরিবারের তরফ থেকে পুরুলিয়া মফস্বল থানায় নিখোঁজ ডায়েরি দায়ের করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিখোঁজ ব্যক্তির নাম গুরুপদ রাজোয়াড়l বয়স ৭০। তিনি গত কয়েকদিন ধরে সুরুলিয়ায় মেয়ের বাড়িতে ছিলেন। প্রাতঃভ্রমণের জন্য বাড়ি থেকে বেরিয়ে আর ফেরেননি। আজ বুধবার সকাল ১১টা নাগাদ পরিবারের সদস্যরা বুঝতে পারেন তিনি নিখোঁজ। দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পর কোনও সন্ধান না মেলায় থানায় অভিযোগ দায়ের করেন তারা। মফস্বল থানার পুলিশ খোঁজখবর শুরু করেছে। সেই সঙ্গে সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে।পরিবারের সদস্যরা গুরুপদবাবুর দ্রুত সন্ধান প্রার্থনা করছেন।
Post Comment