সুইটি চন্দ্র, পুরুলিয়া:
কেন্দ্রীয় শ্রম কোড বাতিল, রাষ্ট্রায়ত্ত শিল্পের বেসরকারিকরণ রুখে দেওয়া সহ একাধিক দাবিতে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ও শ্রমিক সংগঠনগুলির ডাকা ১২ ঘণ্টার সাধারণ ধর্মঘটের আংশিক প্রভাব পড়েছে পুরুলিয়া জেলায়।

সকালে শহরের বিভিন্ন প্রান্তে কিছু দোকানপাট খোলা থাকলেও, বৃষ্টির প্রভাবে রাস্তাঘাটে জনসমাগম ছিল অত্যন্ত কম। সরকারি বাস পরিষেবা ছিলো একেবারে স্বাভাবিক। বেশ কয়েকটি রুটে বেসরকারি বাসও চলাচল করে। তবে নিম্নচাপের কারণে যাত্রী সংখ্যা ছিল খুবই কম। ধর্মঘট ঘিরে কোনো অপ্রীতিকর পরিস্থিতি যাতে না ঘটে, সেই কারণে শহরের বিভিন্ন মোড়ে পুলিশ মোতায়েন ছিল।
বৃষ্টিকে উপেক্ষা করেই সাধারণ মানুষ কাজে বের হন। ঝরিয়া যাওয়ার পথে এক যাত্রী নিরুপম প্রামানিক জানান, “এখানে পৌঁছে বুঝলাম ধর্মঘট চলছে। রাস্তার ওপর বাঁশ ফেলে অবরোধ করা হয়েছে। এর ফলে সমস্যায় পড়েছি। সাধারণ মানুষের অসুবিধার কথা কোনও রাজনৈতিক দলই বোঝে না। সবাই নিজের স্বার্থে চলে, জনগণের স্বার্থে নয়। এমন পরিস্থিতি কাম্য নয়।” তিনি আরও বলেন, “যদি বাস পাওয়া যায় তবে যাত্রা চালিয়ে যাব, না হলে বাধ্য হয়ে ফিরতে হবে।”
Post Comment