নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:
গত কয়েকদিনের টানা বৃষ্টির পর বুধবার পুরুলিয়া জেলায় বৃষ্টির পরিমাণ কিছুটা হ্রাস পেয়েছে। জেলায় গড় বৃষ্টিপাত হয়েছে মাত্র ৯.৭৮ মিলিমিটার। তবে কিছু এলাকায় এখনও মাঝারি বৃষ্টি অব্যাহত রয়েছে।
সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে সাঁতুড়ি ব্লকে – ২৪.৪ মিমি। এরপর রয়েছে নিতুড়িয়া (২৩.০ মিমি) এবং হাতোয়াড়া (২১.২ মিমি)। অপরদিকে ঝালদা, বাঘমুণ্ডি ও বরাবাজারে এক ফোঁটা বৃষ্টিও হয়নি।
বাকি এলাকাগুলিতে বৃষ্টির চিত্র নিম্নরূপ:
মানবাজার: ১৪.০ মিমি
বলরামপুর: ১১.৩ মিমি
কাশীপুর: ১০.৪ মিমি
পুঞ্চা: ৯.০ মিমি
হুড়া: ৬.০ মিমি
পাড়া: ৪.৬ মিমি
জয়পুর: ৩.২ মিমি
আবহাওয়া দফতরের তথ্যানুসারে, আগামী ২৪ ঘণ্টায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে জেলার বিভিন্ন প্রান্তে।
এদিন জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৪ ডিগ্রি সেলসিয়াস, এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৫.০ ডিগ্রি। আর্দ্রতা ও উষ্ণতায় মানুষজনের মধ্যে অস্বস্তি থাকবে। কিছুটা থাকলেও, হালকা বৃষ্টি কিছুটা স্বস্তি দিয়েছে কৃষিজীবীদের।
স্থানীয় কৃষকদের মতে, এ বৃষ্টির জল ধানের চারা রোপণের পক্ষে উপযোগী হলেও, লাগাতার বৃষ্টিপাত কৃষিকাজে অনিশ্চয়তা সৃষ্টি করছে।










Post Comment