নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:
গতকাল, ১ জুলাই ২০২৫ পুরুলিয়া জেলার বিভিন্ন ব্লকে বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে। জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, জেলাজুড়ে গড় বৃষ্টিপাতের পরিমাণ ৬.০১ মিলিমিটার।
সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে বরাবাজারে, যেখানে বর্ষণ রেকর্ড করা হয়েছে ১৫.০ মিলিমিটার। হুড়া ব্লকে ১৪.২ মিলিমিটার এবং ঝালদা ও পুঞ্চায় যথাক্রমে ১২.৬ ও ১২.২ মিলিমিটার বৃষ্টি হয়েছে। মানবাজারে ৬.০ মিমি, বলরামপুরে ৪.৩ মিমি এবং কাশিপুরে ১০.৪ মিমি বৃষ্টি রেকর্ড হয়েছে।
অন্যদিকে, জয়পুর, বাঘমুন্ডি ও সাঁতুড়ি ব্লকে বৃষ্টির তেমন কোন চিহ্ন ছিল না। হাতোয়াড়ায় মাত্র ০.৮ মিমি, নিতুড়িয়ায় ১.৪ মিমি এবং পাড়ায় ১.২ মিমি বৃষ্টি হয়েছে।
গতকালের সর্বাধিক তাপমাত্রা ৩১.১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
Post Comment