নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া :
জেলার একাধিক জায়গায় বুধবার সামান্য থেকে মাঝারি বৃষ্টিপাত হলেও কোথাও কোথাও কার্যত ভারী বৃষ্টি হয়নি। আবহাওয়া দফতরের হিসাব অনুযায়ী, এদিন পুরুলিয়ার গড় বৃষ্টিপাত দাঁড়িয়েছে ৪.০৮ মিমি।
সর্বাধিক বৃষ্টি রেকর্ড হয়েছে পাড়া ব্লকে, যেখানে ১৬.৪ মিমি বৃষ্টি হয়েছে। ঝালদায় ১৩.৭ মিমি ও বাঘমুন্ডিতে ১১.২ মিমি বৃষ্টিপাত হয়েছে। জয়পুরে ৪.২ মিমি, হাতোয়াড়ায় ১ মিমি, বলরামপুরে ২.১ মিমি এবং সাঁতুড়ি এলাকায় ২.২ মিমি বৃষ্টিপাত নথিভুক্ত হয়েছে। নিতুড়িয়ায় ০.৬ মিমি এবং পুঞ্চায় ১.৬ মিমি বৃষ্টি হলেও মানবাজার, বরাবাজার, হুড়া ও কাশীপুরে এক ফোঁটাও বৃষ্টি হয়নি।
বৃষ্টির পাশাপাশি এদিন জেলার তাপমাত্রাও ছিল মনোরম। সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩১.৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৪.৫ ডিগ্রি সেলসিয়াস।
Post Comment