নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক যুবকের। মৃত যুবকের নাম কালাচাঁদ দাস (৩১)। তার বাড়ি পুরুলিয়া শহরের মহুলঘুটা এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার সকালে ওই যুবক বোনের বাড়ি পুরুলিয়া শহরের অদূরে গোপালমোড়ে বেড়াতে গিয়েছিলেন। বোনের বাড়ির ছাদের উপর দিয়ে চলে গিয়েছে খুঁটির উপর বিদ্যুৎবাহী হাইটেনশন তার। ছাদে উঠে কোনো প্রকারে ওই যুবক তারের সংস্পর্শে চলে আসেন । দ্রুত তাকে উদ্ধার করে দেবেন মাহাত গভর্ণমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। বিকালে দেহটির ময়নাতদন্তের পর পরিবারের হাতে দেহটি তুলে দেয় পুরুলিয়া সদর থানার পুলিশ। এই ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে পুলিশ। তবে হাইটেনশন তারের নিচে কিভাবে বাড়ি গড়ে উঠল তা নিয়ে উঠেছে প্রশ্ন। এই ঘটনায় শোক গ্রাস করেছে এলাকায়।
Post Comment