insta logo
Loading ...
×

পুরুলিয়া মফস্বলে হোটেলের বাগান থেকে নিখোঁজ মহিলার ঝু*লন্ত মৃ*তদে*হ উদ্ধার, চাঞ্চল্য

পুরুলিয়া মফস্বলে হোটেলের বাগান থেকে নিখোঁজ মহিলার ঝু*লন্ত মৃ*তদে*হ উদ্ধার, চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া :


দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে পড়ে থাকা এক হোটেলের পরিত্যক্ত বাগান থেকে উদ্ধার হলো এক মহিলার ঝুলন্ত দেহ। বুধবার দুপুরে রাঁচি-পুরুলিয়া সড়কের ধারে ওই হোটেলের পাশ দিয়ে যাওয়া স্থানীয়রা দুর্গন্ধ টের পেয়ে উঁকি মারতেই দেখতে পান দেহ। মুহূর্তে ছড়িয়ে পড়ে চাঞ্চল্য।

পুলিশ জানিয়েছে, মৃতার নাম ভারতী মাহাতো (৪৫)। বাড়ি পুরুলিয়া মফস্বল থানার হুলকা গ্রামে। স্বামী নেপাল মাহাতো ও দুই ছেলে নিয়ে সংসার করতেন তিনি। দুই ছেলে ভিনরাজ্যে পরিযায়ী শ্রমিকের কাজ করেন। স্বামী জানিয়েছেন, ১ সেপ্টেম্বর রাতে হঠাৎ বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলেন ভারতী। তারপর থেকেই ছিলেন নিখোঁজ। থানায় নিখোঁজ ডায়েরিও করেছিলেন তিনি।
ঘটনাস্থলে পৌঁছে মৃতার স্বামী ভেঙে পড়ে বলেন,
তাদের সংসারে কোনও ঝামেলা ছিল না। সেদিন রাতে বেরিয়ে গিয়েছিল। তারপর আর খোঁজ মেলেনি।
তাকে যে এমন ছবি দেখতে হবে তিনি ভাবতেই পারছেন না। স্থানীয় বাসিন্দা সনৎ মাহাতো বলেন,
“বছরের পর বছর হোটেলটা বন্ধ। আজ পাশ দিয়ে যাওয়ার সময় গন্ধ পেয়ে উঁকি দিলাম। দেখি মহিলা ঝুলছেন। তারপরই খবর দিলাম পরিবারকে আর থানায়।” খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Post Comment