নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:
কুয়ো থেকে বধূ-র ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হলো। শুক্রবার পুরুলিয়ার মফস্বল থানার গোলবেড়া এলাকায় ওই গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায়। মৃতার নাম কবিতা মাহাতো (২৩)।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার বিকেলের দিকে ওই গৃহবধূ স্থানীয় একটি কুয়োর ইটের খাজে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন। ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত তাকে উদ্ধার করে পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার পরই তদন্তে নামে পুরুলিয়া সদর থানার পুলিশ। বুধবার দুপুর ২.৩০ নাগাদ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয় পুরুলিয়া মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মর্গে। পুলিশের তরফে জানানো হয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে।
এই ঘটনাকে ঘিরে শোকের ছায়া নেমে এসেছে ওই পরিবারে। কী কারণে বধূর এমন সিদ্ধান্ত, তা খতিয়ে দেখছে পুলিশ।
Post Comment