insta logo
Loading ...
×

পুরুলিয়া থেকে সরাসরি জগন্নাথধাম দীঘা, ভাড়া শুনলে চমকে যাবেন!

পুরুলিয়া থেকে সরাসরি জগন্নাথধাম দীঘা, ভাড়া শুনলে চমকে যাবেন!

সুইটি চন্দ্র , পুরুলিয়া:

জঙ্গলমহল থেকে দীঘা, ‘এক সফরেই তীর্থ ও পর্যটন’—এবার সেই অভিজ্ঞতা আরও সহজ ও সাশ্রয়ী করতে পথে নামছে সরকারি বাস। দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের উদ্যোগে শুরু হচ্ছে পুরুলিয়া থেকে দিঘা পর্যন্ত সরাসরি সরকারি বাস পরিষেবা। ভাড়া মাত্র ২৪৫ টাকা।

সোমবার পুরুলিয়া বাসস্ট্যান্ড সংলগ্ন ডিপো থেকে আনুষ্ঠানিকভাবে এই পরিষেবার সূচনা করেন নিগমের চেয়ারম্যান সুভাষ মন্ডল। উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাতো, পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়, অতিরিক্ত জেলাশাসক আদিত্যবিক্রম মোহন হিরানি, পুরপ্রধান নবেন্দু মাহালী, প্রাক্তন মন্ত্রী শান্তিরাম মাহাতো প্রমুখ।

চেয়ারম্যান জানান, “দীঘা এখন শুধু সমুদ্র সৈকত নয়, জগন্নাথধাম মন্দির প্রতিষ্ঠার পর তা তীর্থক্ষেত্র হিসেবেও গুরত্বপূর্ণ হয়ে উঠেছে। জঙ্গলমহলের মানুষের সেই স্থানে যাতায়াত সহজ করতেই এই পরিষেবা চালু করা হল। খুব শীঘ্রই বাঁকুড়া ও ঝাড়গ্রাম থেকেও একই পরিষেবা চালু হবে।”

এই সরকারি বাসটি পুরুলিয়া থেকে ছাড়বে সকাল ৬টা ৪৫ মিনিটে এবং দীঘায় পৌঁছবে বিকেল ৩টায়। দীঘা থেকে ফেরার সময়ও একই—ছাড়বে সকাল ৬:৪৫-এ, পুরুলিয়ায় পৌঁছবে বিকেল ৩টায় ।

রুটটি নির্ধারিত হয়েছে এমনভাবে যাতে যাত্রীরা জঙ্গলমহলের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারেন। বাসটি চলবে বরাবাজার, বান্দোয়ান, বেলপাহাড়ি, বাঁশপাহাড়ি, শিলদা, ঝাড়গ্রাম, লোধাশুলি, গুপ্তমনি, কেশিয়াড়ি, বেলদা, এগরা, কাঁথি হয়ে দীঘা পর্যন্ত।

একই বাসে জঙ্গলের গাম্ভীর্য সমুদ্র পর্যটন ও জগন্নাথ ধামের তীর্থক্ষেত্র তাও মাত্র ২৪৫ টাকায়

চেয়ারম্যান জানিয়েছেন, পুরুলিয়া থেকে ভলভো বাস পরিষেবারও পরিকল্পনা রয়েছে। পুরপ্রধান নবেন্দু মাহালীর দাবির পরেই তিনি এই ঘোষণা করেন।

বর্তমানে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের রাজ্যজুড়ে ২৫টি ডিপো থেকে দিঘা রুটে বাস চালানোর পরিকল্পনা রয়েছে। ইতিমধ্যেই চালু হয়েছে বহরমপুর, তারাপীঠ, সিউড়ি, বর্ধমান, কাটোয়া, কালনা, দুর্গাপুর ও আসানসোল থেকে দিঘা রুটের বাস পরিষেবা।

দীর্ঘ ২০ বছর পর আবার ফিরল পুরুলিয়া-দিঘা সরকারি বাস পরিষেবা। আগে বিভিন্ন সমস্যা ও রাস্তাঘাটের অসুবিধায় তা বন্ধ হয়ে গিয়েছিল। এবার উন্নত যোগাযোগ ব্যবস্থা ও চাহিদার নিরিখে ফিরল সেই রুট।

পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় বলেন, “জঙ্গলের বুক চিরে এই বাস চলবে। একদিকে দীঘার পর্যটনের প্রসার ঘটবে, অন্যদিকে জঙ্গলমহলও পর্যটন মানচিত্রে নতুন রূপে উঠে আসবে। বাসের জন্য ভলভো পরিষেবার দাবি প্রমাণ করে এই অঞ্চলের আর্থিক অবস্থারও উন্নতি হয়েছে।”

অচিরেই কাটোয়া-পুরুলিয়ার সরকারি বাস পরিষেবা চালু হওয়ার কথাও জানিয়েছেন নিগম কর্তৃপক্ষ।

পর্যটন, তীর্থ আর প্রাকৃতিক সৌন্দর্য—একই যাত্রায় জঙ্গলমহলের ছোঁয়ায় সমুদ্র দর্শনের নতুন দিগন্ত খুলছে। সঙ্গে জগন্নাথধাম তীর্থযাত্রা বাড়তি পাওনা।

Post Comment