insta logo
Loading ...
×

পুঞ্চায় শিলাবতী নদীতে তলিয়ে যাওয়া যুবকের মৃতদেহ উদ্ধার

পুঞ্চায় শিলাবতী নদীতে তলিয়ে যাওয়া যুবকের মৃতদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি,পুঞ্চা:

শিলাবতী নদীতে স্নান করতে গিয়ে তলিয়ে যাওয়া যুবকের ভাসমান দেহ উদ্ধার করলো বিপর্যয় মোকাবিলা দপ্তর। মৃত যুবকের নাম রাকেশ দত্ত (২২) । বাড়ি পুরুলিয়ার পুঞ্চা থানার পোড়াডি গ্রামে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল বৃহস্পতিবার পুঞ্চা থানার পোড়াডি গ্রাম সংলগ্ন শিলাবতী নদীতে স্নান করতে গিয়ে জলের তোড়ে ভেসে যান তিনি ।খবর পেয়ে পুঞ্চা থানার পুলিশ ও বিপর্যয় মোকাবিলা দপ্তরের টিম ঘটনাস্থলে পৌঁছে যুবকের খোঁজ শুরু করেন । বৃহস্পতিবার রাত অবধি তার খোঁজ পাওয়া যায়নি। শুক্রবার সকালে ওই যুবকের দেহ উদ্ধার হয় । দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠায় পুলিশ।

Post Comment