নিজস্ব প্রতিনিধি , পুঞ্চা:
পুরুলিয়ার পুঞ্চা থানার দামোদরপুর গ্রামে এক শবর বিধবার অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় । সোমবার দুপুরে গ্রামের এক বাড়ি থেকে উদ্ধার করা হয় পার্বতী শবর (৪৬)-এর ঝুলন্ত দেহ। পার্বতী শবরের বাড়ি মানবাজার থানার জবলা গ্রামে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২৩ বছর আগে স্বামী মারা যাওয়ার পর থেকে একাই ছিলেন পার্বতী। কিছুদিন ধরে তিনি দামোদরপুর গ্রামে বসবাস করছিলেন।
এদিন দুপুরে স্থানীয়রা এক বাড়িতে তাঁকে গলায় ফাঁস লাগানো অবস্থায় দেখতে পান। খবর পেয়ে পুঞ্চা থানার পুলিশ পৌঁছে দেহ উদ্ধার করে পুঞ্চা গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। ঘটনার কারণ স্পষ্ট নয়। পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে।
Post Comment