নিজস্ব প্রতিনিধি, হুড়া :
মঙ্গলবার সকালে মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন এক শ্রমিক। ঘটনাটি ঘটেছে পুরুলিয়া-বাঁকুড়া জাতীয় সড়কের হুড়া শিবমন্দিরের সংলগ্ন এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, একটি বড় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা এক সাইকেল আরোহীকে পিষে দেয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই ব্যক্তির।
পুলিশ সূত্রে জানা গেছে, মৃত ব্যক্তির নাম রবি বাউরী (৫০)। তাঁর বাড়ি বাঁকুড়া জেলার তালপাথর গ্রামে। তিনি হুড়া অঞ্চলের একটি পাউরুটি কারখানায় শ্রমিকের কাজ করতেন। প্রত্যক্ষদর্শীদের দাবি, মঙ্গলবার সকাল প্রায় ১১টা নাগাদ রবি বাউরী বাজার থেকে সবজি কিনে ফেরার পথে এই মর্মান্তিক দুর্ঘটনার শিকার হন।
খবর পেয়ে হুড়া থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পুরুলিয়া জেলা হাসপাতালে পাঠায়। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়ালেও, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে বলে জানিয়েছে পুলিশ। ঘাতক ট্রাকের খোঁজ চলছে।
Post Comment