নিজস্ব প্রতিনিধি, পাড়া:
বিয়ের পর কেটেছে বড়োজোর এক বছর। আর তার মাঝেই রহস্য মৃত্যু বধূর। ঘটনাটি ঘটেছে সোমবার সকালে পুরুলিয়ার পাড়া থানার পলাশকুড়া গ্রামে। মৃতার নাম সজনী টুডু (২০)।
পুলিশ সূত্রে জানা গিয়েছে প্রায় এক বছর আগে রূপলাল টুডুর সঙ্গে বিয়ে হয় সজনীর। পশ্চিম বর্ধমান জেলার অন্ডালে কাজ করেন রূপলাল। শ্বশুর বাড়িতে শাশুড়ি ও দেওরের সঙ্গে থাকত ওই বধূ। পুলিশ জানতে পেরেছে সম্প্রতি বাড়িতে এসেছিল রূপলাল। স্বামীর সঙ্গে তার কর্মস্থলে যাওয়ার বায়না করে সজনী। স্বামী কথাও দেয় পরের বার স্ত্রীকে কর্মস্থলে নিয়ে যাবে। সোমবার সকালে সে কর্মস্থলে যাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়ে পড়ে।
স্বামী বাড়ি থেকে কর্মস্থলের উদ্দেশ্যে বেরিয়ে যাওয়ার পরেই অভিমানে নিজেকে ঘরবন্দী করে সজনী। দীর্ঘক্ষণ দরজা না খোলায় সন্দেহ হয় পরিবারের। এর পর ধাক্কা দিয়ে দরজা খুলতেই দেখা যায় গলায় শাড়ির ফাঁস লাগানো অবস্থায় ঝুলছে ওই বধূর দেহ। ঘটনাটি পাড়া থানার পুলিশকে জানানো হয়। আদ্রায় পৌঁছে স্বামীও দু্ঃসংবাদ পায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে পাড়া গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক ওই বধূকে মৃত বলে ঘোষণা করেন।
এই ঘটনায় পাড়া থানার পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে দেহটি ম্যাজিস্ট্রেট পর্যায়ে সুরতহালের পর ময়নাতদন্তের জন্য পাঠায়।
Post Comment