নিজস্ব প্রতিনিধি, নিতুড়িয়া:
জলে ডুবে মৃত্যু হল এক যুবকের। বৃহস্পতিবার পুরুলিয়ার নিতুড়িয়া থানার অন্তর্গত
শালতোড় টাকি ধাওরা গ্রামের এক ব্যক্তি পুকুরে ডুবে প্রাণ হারালেন। মৃতের নাম অজয় সিং মুড়া (৪৪)। এই ঘটনার প্রেক্ষিতে নিতুড়িয়া থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু হয়েছে।
স্থানীয় হাড়মাড্ডি ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসকের লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ প্রাথমিক তদন্ত শুরু করেছে। তদন্তে জানা গিয়েছে, মৃত ব্যক্তি শ্রবণ ও বাকশক্তিহীন ছিলেন এবং দীর্ঘদিন ধরে মৃগীরোগে ভুগছিলেন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই দিন সকালে প্রাকৃতিক কর্ম সারতে বাড়ির পাশের পুকুরে যান তিনি। সেখানেই আচমকা জলে পড়ে ডুবে যান বলে অনুমান।
পুলিশ জানিয়েছে, এখনও পর্যন্ত ঘটনায় কোনো অপরাধমূলক কার্যকলাপের প্রমাণ মেলেনি। মৃতদেহ ময়নাতদন্তের জন্য দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে।
Post Comment