নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:
বজ্রপাতে মৃত্যু হল এক যুবকের। রবিবার দুপুরে ঘটনাটি ঘটেছে নিতুড়িয়া থানার দেবিদানা গ্রামে। মৃতের নাম সঞ্জু হেমব্রম (৩৬)। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন দুপুরে গরু চরাতে মাঠে গিয়েছিলেন সঞ্জু। স্থানীয় বাসিন্দারা জানান, রবিবার দুপুরে হঠাৎ কালো মেঘ জমে বজ্রবিদ্যুৎ শুরু হয়। ঠিক সেই সময় মাঠে ছিলেন সঞ্জু। সেই সময় আচমকাই বজ্রপাত হলে ঘটনাস্থলেই তিনি পড়ে যান। পরে গ্রামবাসীরা তাঁকে উদ্ধার করে হাড়মাড্ডি গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এর আগেও এলাকায় বজ্রপাতে মৃত্যু হয়েছে বলে গ্রামবাসীদের দাবি। ফলে আতঙ্ক ছড়িয়েছে গ্রামে।
দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।
Post Comment