insta logo
Loading ...
×

নিতুড়িয়া ভেসে উঠল ঝাড়খণ্ডের বাসিন্দার লাশ

নিতুড়িয়া ভেসে উঠল ঝাড়খণ্ডের বাসিন্দার লাশ

নিজস্ব প্রতিনিধি, নিতুড়িয়া:

পুরুলিয়ার নিতুড়িয়া থানার অন্তর্গত সালতোড় ঘাটে দামোদর নদী থেকে উদ্ধার করা হল এক বৃদ্ধ মহিলার মৃতদেহ। পরে পুলিশ মৃতার পরিচয় শনাক্ত করতে সক্ষম হয়। জানা গিয়েছে, মৃতার নাম হিরুবালা মণ্ডল (৭২)। তিনি ঝাড়খণ্ডের ধানবাদ জেলার চিরকুন্ডা থানার খইকিয়ারি গ্রামের বাসিন্দা।

পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার বিকেলে নিজের বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হন ওই বৃদ্ধা। পরিবারের সদস্যরা বহু খোঁজাখুঁজি করেও তাঁর কোনো খোঁজ পাননি। পরদিন, অর্থাৎ বুধবার দুপুরে সালতোড় ঘাট এলাকায় স্থানীয় বাসিন্দারা দামোদর নদীতে এক মহিলার মৃতদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেন।

খবর পেয়ে নিতুড়িয়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে এবং তা ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। প্রাথমিকভাবে এটি অস্বাভাবিক মৃত্যু বলে মনে করা হচ্ছে। ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ এই মর্মে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

Post Comment