নিজস্ব প্রতিনিধি, নিতুড়িয়া:
বাড়ি থেকে এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল পুরুলিয়ার নিতুড়িয়া থানার খেদাডাঙা গ্রামে। মৃতের নাম বৈদ্য মুর্মু (২৬)। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার রাতে নিজের ঘরেই গলায় ফাঁস লাগানো অবস্থায় তাকে ঝুলতে দেখা যায়। পরিবার দ্রুত তাকে নামিয়ে হাড়মাড্ডি ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। তবে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ দেহটি ময়নাতদন্তে পাঠায়। প্রাথমিকভাবে অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে নিতুড়িয়া থানার পুলিশ। মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।
Post Comment