insta logo
Loading ...
×

নিখোঁজের দু’দিন পর জঙ্গল থেকে উদ্ধার পচাগলা ঝুলন্ত দেহ, চাঞ্চল্য

নিখোঁজের দু’দিন পর জঙ্গল থেকে উদ্ধার পচাগলা ঝুলন্ত দেহ, চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধি, পাড়া:

নিখোঁজ থাকার দু’দিন পর গাছের ডাল থেকে ঝুলন্ত অবস্থায় এক ব্যক্তির পচাগলা মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল পাড়া থানার পাটাশিরি গ্রামে। বৃহস্পতিবার সকালে গ্রামের অদূরে একটি জঙ্গলের ভেতর ওই ব্যক্তির মৃতদেহ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পাড়া থানার পুলিশ।

মৃতের নাম পরেশ মুদি (৩৯)। বাড়ি এই গ্রামেই। পরিবার সূত্রে জানা গিয়েছে, সোমবার সকালে বাড়ি থেকে বেরিয়ে যান তিনি। এরপর অনেক খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান মেলেনি। অবশেষে বৃহস্পতিবার সকালে একটি গাছের ডালে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলতে দেখা যায় তাঁকে।

পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলেই মনে করছে পুলিশ। যদিও ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে পাড়া থানার পুলিশ।

Post Comment