নিজস্ব প্রতিনিধি, মানবাজার:
নারী স্বশক্তিকরণে নতুন দিশা দেখাল শ্রীমদ রাজচন্দ্র মিশন লাভ এন্ড কেয়ার। মহিলাদের আর্থিক ভাবে স্বনির্ভর করার লক্ষ্যে ১২০ দিনের বিনামূল্যের সেলাই প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছে মানবাজার ২ ব্লকের দুর্গম ধানাড়া গ্রামে। শ্রীমদ রাজচন্দ্র মিশনের উদ্যোগে, ধানাড়া গ্রাম পঞ্চায়েত, গোবিন্দপুর প্রাথমিক বিদ্যালয় ও দুর্গাময়ী মহিলা সংঘের সহযোগিতায় এই প্রশিক্ষণ শিবির শুরু হয়েছে।
শুক্রবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন মানবাজারের বিডিও দেবাশীষ ধর ও পঞ্চায়েত সমিতির সভাপতি সবিতা মুদি। ফিতে কেটে কেন্দ্রের উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন মিশনের পক্ষে জয়েশ বাখদা, সুমিত দেশাই, ধানাড়া প্রধান সুজাতা মণ্ডল, জাতীয় শিক্ষক অমিতাভ মিশ্র, দুর্গময়ী মহিলা সংঘের নেত্রী রাসমণি পাল প্রমুখ বিশিষ্টজন।
প্রশিক্ষণ শিবিরে প্রতি ব্যাচে ৪০ জন মহিলাকে সেলাই, পিকো, ফলস লাগানো, ব্লাউস, নাইটি, স্কুল ইউনিফর্ম ও কল-কারখানার গ্লাভস তৈরির মতো কাজে দক্ষ করে তোলা হবে। শুধু প্রশিক্ষণই নয়, প্রশিক্ষণ শেষে মহিলাদের সেলাই মেশিন সরবরাহ করে রোজগারের পথও প্রশস্ত করবে সংস্থা। প্রত্যাশা করা হচ্ছে, মহিলারা দৈনিক গড়ে ১৫০ থেকে ২০০ টাকা আয় করতে পারবেন এই পেশা থেকে।
বিডিও দেবাশীষ ধর বলেন, “মহিলাদের স্বাবলম্বী হওয়ার পাশাপাশি বাল্যবিবাহ রোধ, কুসংস্কার দূরীকরণ এবং সমাজে সচেতনতা বৃদ্ধিতেও সবাইকে এগিয়ে আসতে হবে। এই উদ্যোগ সমাজে ইতিবাচক প্রভাব ফেলবে।”
শ্রীমদ রাজচন্দ্র মিশন, মহাত্মা গান্ধীর গুরুদেব শ্রীমদ রাজচন্দ্রের নামাঙ্কিত প্রতিষ্ঠান হিসেবে ২০৪টি শাখার মাধ্যমে শিক্ষা, চিকিৎসা, নারী ও শিশু কল্যাণ এবং পশ্চাদপদ সম্প্রদায়ের উন্নয়নে নিরলস কাজ করে চলেছে। মানবাজারের এই উদ্যোগও তারই অংশ। স্থানীয় মহল মনে করছে, এই প্রকল্প মহিলাদের জীবনে নতুন আশার আলো জ্বালাবে।
Post Comment