নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:
নাবালিকাকে ধর্ষণের দায়ে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল পুরুলিয়া জেলা আদালত। দোষী সাব্যস্ত হয়েছে বরাবাজার থানার বাসিন্দা নিমাই মাহাতো।
ঘটনাটি ঘটে ২০২০ সালে। মানসিকভাবে অসুস্থ এক নাবালিকাকে একাধিকবার ধর্ষণ করে নিমাই মাহাতো। পরবর্তীতে নাবালিকার শারীরিক পরিবর্তন দেখে সন্দেহ হলে পরিবার জানতে পারে যে সে অন্তঃসত্ত্বা হয়েছে। এরপর ২৬ নভেম্বর, ২০২০ তারিখে নাবালিকার বাবা বরাবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে এবং দীর্ঘ বিচারপ্রক্রিয়ার পর আজ বৃহস্পতিবার পুরুলিয়া জেলা আদালতের স্পেশাল সেকেন্ড কোর্ট নিমাই মাহাতোকে দোষী সাব্যস্ত করে।
বিচারক রায়ে নিমাই মাহাতোকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানার নির্দেশ দেন। জরিমানা অনাদায়ে তাকে অতিরিক্ত ৬ মাস কারাদণ্ড দেওয়া হয়। পাশাপাশি, নির্যাতিতা নাবালিকাকে ক্ষতিপূরণ হিসেবে ৫ লক্ষ টাকা প্রদানেরও নির্দেশ দিয়েছেন আদালত।
সরকার পক্ষের আইনজীবী অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “ আদালতের এই রায় সমাজে একটি শক্ত বার্তা দেবে যে নাবালিকাদের ওপর এ ধরনের অপরাধ কোনভাবেই বরদাস্ত করা হবে না।”
Post Comment