নিজস্ব প্রতিনিধি,পুরুলিয়া:
নাবালিকাকে ধর্ষণ ও ওই অপরাধে সহযোগিতার মামলায় তিন যুবককে দোষী সাব্যস্ত করে কঠোর শাস্তির নির্দেশ দিল পুরুলিয়া জেলা আদালত। বুধবার জেলা আদালতের সেকেন্ড কোর্টের বিচারক রানা দাম রায় ঘোষণায় জানান, গণেশ কর্মকারকে ধর্ষণের অপরাধে এবং পশুপতি মাহাতো ও গৌতম কর্মকারকে অপরাধে সহযোগিতার জন্য প্রত্যেককে ২০ বছরের কারাদণ্ড দেওয়া হলো। সরকারি আইনজীবী আনোয়ার আনসারি জানান, ঘটনাটি ঘটেছিল ২০১৯ সালের ৬ আগস্ট। সেদিন ১৫ বছরের এক নাবালিকা স্কুল থেকে ফেরার পথে রাস্তা থেকে অপহৃত হয়। তাকে একটি ফাঁকা বাড়িতে নিয়ে যায় অভিযুক্ত গণেশ কর্মকার, পশুপতি মাহাতো ও গৌতম কর্মকার। সেখানে গণেশ কর্মকার নাবালিকাকে ধর্ষণ করে এবং অপর দুই অভিযুক্ত ঘটনায় সক্রিয়ভাবে সহযোগিতা করে। দীর্ঘ বিচারপ্রক্রিয়ার শেষে আদালত এদিন কঠোর সাজা ঘোষণা করে।










Post Comment