নিজস্ব প্রতিনিধি , ঝালদা:
এক নাবালিকাকে ফুসলিয়ে অপহরণের অভিযোগ উঠেছে ঝালদা এলাকার এক যুবকের বিরুদ্ধে। এই ঘটনায় রবিবার ঝালদা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন বছর পনেরোর ওই কিশোরীর বাবা।
পরিবারের দাবি, শনিবার সন্ধ্যায় বাড়ি থেকে বেরিয়ে যায় মেয়েটি। কিন্তু রাত পেরিয়ে গেলেও সে আর বাড়ি ফেরেনি। খোঁজাখুঁজি করে না পেয়ে অবশেষে থানার দ্বারস্থ হন অভিভাবকরা।
অভিযোগকারীদের দাবি, স্থানীয় এক যুবকের সঙ্গে কিশোরীর মোবাইল ফোনে নিয়মিত যোগাযোগ ছিল। সেই সূত্র ধরেই পরিবারের অনুমান, অসৎ উদ্দেশ্যে ওই যুবক তাদের মেয়েকে ফুসলিয়ে নিয়ে গিয়ে থাকতে পারে। তদন্তে নেমেছে ঝালদা থানার পুলিশ।
Post Comment