নিজস্ব প্রতিনিধি, বান্দোয়ান:
ছাত্র-ছাত্রীদের মধ্যে সামাজিক ও প্রযুক্তিগত নানা বিষয়ে সচেতনতা গড়ে তুলতে বান্দোয়ান থানার উদ্যোগে একটি সচেতনতা শিবির অনুষ্ঠিত হল এএনঝাঁ হাইস্কুলে। প্রায় ১০০ জন পড়ুয়া এই শিবিরে অংশগ্রহণ করে।

শিবিরে মূলত বাল্যবিবাহ, ট্রাফিক নিয়ম, সাইবার প্রতারণা ও মানব পাচার নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিশেষভাবে ১৮ বছর বয়সের আগে বিয়ে না করার বিষয়ে ছাত্রছাত্রীদের সতর্ক করা হয়। পুলিশ আধিকারিকরা জানান, বর্তমানে তরুণ প্রজন্ম সাইবার অপরাধের ঝুঁকিতে পড়ছে। তাই ‘সহায়’ অ্যাপের মাধ্যমে কীভাবে দ্রুত ও সুরক্ষিত সহায়তা পাওয়া যায় তাও তুলে ধরা হয়। পাশাপাশি রাস্তায় চলাচলের সময় ট্রাফিক নিয়ম মেনে চলার গুরুত্বও বোঝানো হয়।
এই সচেতনতা শিবিরে আদর্শ অফিসার ও লেডি অফিসারদের নেতৃত্বে ক্যাম্পেনিং হয়। যাতে ছাত্র-ছাত্রীদের সঙ্গে খোলামেলা আলোচনার মাধ্যমে সচেতনতা বৃদ্ধি করা যায়। বান্দোয়ান থানার পক্ষ থেকে জানানো হয়েছে, ভবিষ্যতেও বিভিন্ন স্কুলে এমন উদ্যোগ গ্রহণ করা হবে। যাতে ছাত্র-ছাত্রীদের মধ্যে সমাজ সচেতনতা ও নিরাপত্তা সম্পর্কে যথাযথ ধারণা গড়ে ওঠে।
Post Comment