insta logo
Loading ...
×

ধুলোট উৎসবে মাতোয়ারা মানবাজার

ধুলোট উৎসবে মাতোয়ারা মানবাজার

নিজস্ব প্রতিনিধি , মানবাজার:

জাতি ধর্ম বর্ণ, ধনী, নির্ধন সব বৈষম্যকে দূরে সরিয়ে সমস্ত মানুষ হরিনামের মাহাত্ম্য প্রথম উপলব্ধি করেছিল গৌরাঙ্গ মহাপ্রভুর হাত ধরে। আমাদের দেশের সংস্কৃতির সেই সারকথা, সেই প্রাচীন ঐতিহ্য এখনো যেন মূর্ত হলো পুরুলিয়ার মানবাজার উপরপাড়া হরিমন্দির প্রাঙ্গণে। তিন দিনব্যাপী হরিনাম সংকীর্তনের সাক্ষী থাকতে উপস্থিত ছিলেন প্রচুর মানুষজন। অখন্ড হরিনাম সংকীর্তন উপলক্ষে নিকটবর্তী গ্রাম সহ দূর-দুরান্ত থেকে মন্দির প্রাঙ্গণে সমাগম ঘটে অসংখ্য দর্শনার্থী, পুণ্যার্থী ও ভক্তদের। শুধু প্রাচীনত্বে নয়, বরং মানুষের বিশ্বাসে আবেগে ভক্তিতে এদিন মন্দির প্রাঙ্গণ হয়ে উঠে মহামানবের এক মিলন মেলা।পাশাপাশি শনিবার হরিনাম সংকীর্তনের ধুলোট উৎসবে নাচে-গানের মধ্য দিয়ে শ্রীকৃষ্ণ নামে মেতে উঠলেন এলাকাবাসী। এদিন নগর সংকীর্তন উপলক্ষে এলাকার মানুষজনের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। সুমধুর হরিনাম উচ্চারণ, ঈশ্বর নাম শ্রবণ, সংকীর্তন দলের কীর্তন ও উপস্থাপন সবকিছু মিলেমিশে গোটা প্রাঙ্গণ জুড়ে যেন ছড়ালো এক অদ্ভুত আধ্যাত্মিকতার আবেশ,এক আধ্যাত্মিক তরঙ্গ।

Post Comment