insta logo
Loading ...
×

ধর্ষণকান্ডে যুক্ত দোষীদের শাস্তির দাবি, আন্দোলন জয়পুরে

ধর্ষণকান্ডে যুক্ত দোষীদের শাস্তির দাবি, আন্দোলন জয়পুরে

নিজস্ব প্রতিনিধি, জয়পুর:

কলকাতার কসবা সাউথ ক্যালকাটা ল কলেজের ছাত্রী ধর্ষণকান্ডে যুক্ত দোষীদের শাস্তির দাবি ও ক্যাম্পাসে নিরাপত্তার দাবিতে এবার পথে নামলো সারা ভারত ফরওয়ার্ড ব্লকের শাখা সংগঠন গুলো। সোমবার সারা ভারত ফরওয়ার্ড ব্লকের অগ্রগামী মহিলা সমিতি,সারা ভারত যুবলীগ ,সারা ভারত ছাত্র ব্লকের উদ্যোগে জয়পুর বাজারে প্রতিবাদ মিছিল ও জয়পুর থানার সামনে বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। বিক্ষোভ মিছিল থেকে স্লোগান ওঠে “অভয়া থেকে তামান্না,শত মেয়ের কান্না,আর না ,আর না। এদিন বিক্ষোভ কর্মসূচি তে উপস্থিত ছিলেন অগ্রগামী মহিলা সমিতির পুরুলিয়ার জেলা সম্পাদিকা সুজাতা সিনহা, যুব লিগ নেতা চন্দন চ্যাটার্জী প্রমুখ। অগ্রগামী মহিলা সমিতির পুরুলিয়ার জেলা সম্পাদিকা সুজাতা সিনহা জানান, রাজ্যে একের পর ধর্ষণের ঘটনা বেড়েই চলেছে। সাইথ ক্যালকাটা ল কলেজের ছাত্রী ধর্ষণ কান্ডে যুক্ত দোষীদের দ্রুত কঠোর শাস্তি ও ক্যাম্পাসে নিরাপত্তার দাবিতেই আজকে বিক্ষোভ দেখানো হয়েছে।

Post Comment