নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:
দুর্ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে একগুচ্ছ প্রস্তাব দেওয়া হল জাতীয় সড়ক কর্তৃপক্ষকে। পুরুলিয়া-জামশেদপুর ১৮ নম্বর জাতীয় সড়কের বলরামপুর কলেজ মোড় থেকে ছোট উরমা হাটতলা পর্যন্ত প্রায় ৫ কিমি রাস্তায় একের পর এক দুর্ঘটনা প্রশাসনকে ভাবাচ্ছে।
গত শুক্রবার ওই রাস্তায় একটি বরযাত্রী বোঝাই ছোট গাড়ি ও একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৯ জনের মৃত্যুর পর দ্রুত পদক্ষেপ গ্রহণ করেছে প্রশাসন। পুরুলিয়া জেলা পুলিশের পক্ষ থেকে জাতীয় সড়ক কর্তৃপক্ষকে রাস্তাটির বিভিন্ন ত্রুটি ও ঝুঁকির দিক তুলে ধরে একাধিক সুপারিশ পাঠানো হয়েছে। সেইসঙ্গে জেলা শাসককে চিঠি দিয়ে যান চলাচলের নিয়ন্ত্রণ সংক্রান্ত প্রস্তাবও জানানো হয়েছে।
পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় জানান, “ওই সড়কে দুর্ঘটনা রোধে আমরা জাতীয় সড়ক কর্তৃপক্ষকে একাধিক প্রস্তাব দিয়েছি। যানবাহন নিয়ন্ত্রণের দিকেও নজর দিতে জেলা শাসককে অনুরোধ করা হয়েছে।”
পুলিশ সূত্রে জানা গেছে, গত ছ’মাসে এই রাস্তায় পঞ্চাশের বেশি দুর্ঘটনা ঘটেছে। মৃতের সংখ্যা ১০-এর বেশি। বহু মানুষ আহত হয়েছেন। তবে সবকটি ঘটনা আনুষ্ঠানিকভাবে নথিভুক্ত হয়নি।
প্রস্তাবিত ব্যবস্থাগুলির মধ্যে রয়েছে—
- দুর্ঘটনাপ্রবণ এলাকা চিহ্নিত করে সতর্কতামূলক বোর্ড বসানো,
- রাস্তার ঢালু অংশে বিশেষ সাইনবোর্ড,
- উঁচু-নিচু রাস্তাগুলিতে পুনর্নির্মাণ,
- প্রয়োজনে ইঞ্জিনিয়ার নিয়োগ করে রাস্তার গুণমান পুনর্মূল্যায়ন,
- যানবাহনের গতিবেগ নির্ধারণ ও তা কার্যকর করার ব্যবস্থা।
প্রশাসনের তরফে এই এলাকাকে ‘দুর্ঘটনাপ্রবণ’ হিসেবে চিহ্নিত করার কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। দুর্ঘটনা প্রতিরোধে পুলিশ ও জাতীয় সড়ক কর্তৃপক্ষের মধ্যে সমন্বয় বাড়ানোর চেষ্টা চলছে বলে জানানো হয়েছে।
Post Comment