insta logo
Loading ...
×

দুর্গাপূজায় অনুদান এক লক্ষ দশ হাজার টাকা, ভিডিও প্রশাসনিক বৈঠক পুরুলিয়ায়

দুর্গাপূজায় অনুদান এক লক্ষ দশ হাজার টাকা, ভিডিও প্রশাসনিক বৈঠক পুরুলিয়ায়

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:

গতবার ছিল ৮৫ হাজার। এবার হলো ১ লক্ষ ১০ হাজার। দুর্গোৎসবের আগেই বড়সড় ঘোষণা রাজ্য সরকারের তরফে। বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে রাজ্যের পুজো কমিটিগুলির সঙ্গে প্রশাসনিক ও সমন্বয় বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন, এবছর প্রত্যেকটি পুজো কমিটিকে এক লক্ষ দশ হাজার টাকা করে অনুদান দেবে সরকার।

এই প্রশাসনিক ও সমন্বয় বৈঠকে রাজ্যের নানা জেলার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। পুরুলিয়ার সার্কিট হাউস থেকে ভার্চুয়ালি যুক্ত হন জেলা শাসক রজত নন্দা, জেলা পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়, জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাত সহ অন্যান্য আধিকারিকরা।

শুধু অনুদান বৃদ্ধিই নয়, মুখ্যমন্ত্রী জানিয়ে দেন, বিদ্যুৎ খরচ ৮০ শতাংশ কমবে। ফায়ার লাইসেন্স, পুলিশ ক্লিয়ারেন্স-সহ যাবতীয় সরকারি ফি মকুব করা হয়েছে। দুর্গাপুজোর আগাম শুভেচ্ছা জানিয়ে মুখ্যমন্ত্রী আরও জানান, ২, ৩ ও ৪ অক্টোবর বিসর্জন এবং ৫ অক্টোবর হবে ‘বিসর্জন কার্নিভাল’।

Post Comment