নিজস্ব প্রতিনিধি, আদ্রা:
মাত্র ১৬ বছর বয়সে ব্যবসায়িক সাফল্যের নতুন দৃষ্টান্ত গড়ল আদ্রার কাঁটারাঙ্গুনীর দুই কিশোর জয়ন্ত কর্মকার ও কৈলাশ বাউরি। গ্রামীণ পরিবেশে থেকেও তারা শুরু করেছে দেশীয় স্ন্যাক্স ‘ঠেকুয়া’ তৈরির ব্যবসা, যা আজ কোটি টাকার গণ্ডি ছুঁয়েছে। অনলাইন ব্র্যান্ড ‘শুদ্ধ ও স্বাদ’ নামের এই উদ্যোগ এখন শুধু পশ্চিমবঙ্গেই নয়, ছড়িয়ে পড়েছে বিহার, উত্তর প্রদেশ, মহারাষ্ট্রসহ দেশের বিভিন্ন প্রান্তে।
গ্রামের বাড়ি থেকেই তারা শুরু করে ঠেকুয়া তৈরির কাজ। মাত্র চার মাসের মধ্যেই এলাকায় কর্মসংস্থানের সুযোগ তৈরি করেছে এই দুই কিশোর উদ্যোক্তা। বর্তমানে প্রায় ১৫ জন স্থানীয় যুবক যুক্ত হয়েছে এই ব্যবসার সঙ্গে। স্কুলের পড়াশোনার পাশাপাশি প্রতিদিন ৫-৬ ঘণ্টা সময় দিয়ে ঠেকুয়া তৈরি ও প্যাকেজিং করে জয়ন্ত ও কৈলাশ। ২৫০ গ্রামের একটি প্যাকেটের দাম ২৯৯ টাকা, যা দেশীয় স্বাদের কারণে গ্রাহকদের মন জয় করেছে দ্রুতই।
শুরুটা মোটেও সহজ ছিল না। প্রত্যন্ত গ্রামে থেকে সীমিত পুঁজি নিয়ে ব্যবসা শুরু করতে গিয়ে নানান চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিল তারা। ছট পুজোয় ঠেকুয়ার বাড়তি চাহিদা লক্ষ্য করার পরেই জন্ম নেয় এই আইডিয়া। তারা ঠেকুয়া বানানোর কৌশল শিখে নেয় সোশ্যাল মিডিয়ার সাহায্যে, আর সেই মাধ্যমকেই কাজে লাগিয়ে ব্যবসার প্রচার শুরু করে ইনস্টাগ্রাম, ফেসবুক ও হোয়াটসঅ্যাপে। শুরুতে কয়েকটি অর্ডার এলেও তিন মাসের মধ্যেই ‘শুদ্ধ ও স্বাদ’ হয়ে ওঠে একটি পরিচিত নাম। নিজেদের ওয়েবসাইট চালু করার পর অর্ডারের ঢল নামে, এখন প্রতিদিন গড়ে ১০০-রও বেশি প্যাকেট যাচ্ছে দেশের নানা প্রান্তে।
দুই বন্ধু জয়ন্ত ও কৈলাশ বলছে, “প্রথম দিকে অনেকেই হাসাহাসি করত, কিন্তু এখন সেইরকম মানুষরাই প্রশংসা করছে। আমাদের স্বপ্ন একদিন আন্তর্জাতিক বাজারেও ঠেকুয়া পৌঁছে যাবে। ” গ্রামে বসেই যে বড় ব্যবসা গড়ে তোলা যায়, সেটাই প্রমাণ করেছে প্রত্যন্ত গ্রামের দুই কিশোর।










Post Comment