insta logo
Loading ...
×

দিনের আলোয় ক্যানেল পাড়ে এ কী দৃশ্য!

দিনের আলোয় ক্যানেল পাড়ে এ কী দৃশ্য!

নিজস্ব প্রতিনিধি, আদ্রা:

সেচ ক্যানেলের রেলিং থেকে এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য পুরুলিয়ার আদ্রায়। মৃতের নাম ধরমদাস কৈবর্ত (৪৩)। আদ্রা থানার বেকো গ্রামেবতার বাড়ি। পরিবারের লোকজন পুলিশকে জানিয়েছেন, সোমবার ভোরে কাউকে কিছু না বলে বেরিয়ে পড়ে ধরমদাস। জোড়িশা সেচ ক্যানেলের রেলিংয়ে ঝুলতে দেখা যায় তাকে। ফাঁস লাগানো ছিলো গলায়।আদ্রা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃত দেহটি উদ্ধার করে। শুরু হয়েছে তদন্ত।

Post Comment