নিজস্ব প্রতিনিধি, হুড়া:
ভাঙতে হলো দরজা। আর দরজা ভাঙতেই মিলল এক যুবকের ঝুলন্ত দেহ। দেহ উদ্ধার করল হুড়া থানার পুলিশ। পুলিশ জানিয়েছে মৃতের নাম প্রণব তন্তুবাই। হুড়া থানার পুঞ্চাডি গ্রামে তার বাড়ি। পরিবার সূত্রে জানা গিয়েছে রবিবার সকালে দরজা খোলেনি প্রণব। বাড়ির লোকজন অনেকবার ডাক দিয়েও তার সাড়া শব্দ পাননি। জানালা থেকে তারা দেখেন সিলিং ফ্যানে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলছে ওই যুবক। সঙ্গে সঙ্গে ঘটনার কথা হুড়া থানায় জানানো হয়। পুলিশ এসে দেহটি উদ্ধার করে। এই ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে হুড়া থানার পুলিশ।









Post Comment