নিজস্ব প্রতিনিধি, জয়পুর :
তিরঙ্গা যাত্রায় অপারেশন সিঁদুরের সাফল্য উদযাপন করল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। সংগঠনের জয়পুর নগর শাখার উদ্যোগে শুক্রবার বিকেলে জয়পুর ব্লক সদরে আয়োজিত হয় এই তিরঙ্গা যাত্রা৷ উপস্থিত ছিলেন এবিভিপি জয়পুর নগর সম্পাদক সালাউদ্দিন আনসারী, বিভাগ প্রমুখ রঞ্জিত কুমার মন্ডল, জেলা প্রমুখ মহেশ্বর মাহাতো
বিভাগ সংগঠন সম্পাদক উৎপল বর্মন,
জেলা সহ সংযোজক অভিজিৎ চক্রবর্তী প্রমুখ।
এবিভিপি জয়পুর নগর সম্পাদক সালাউদ্দিন আনসারী বলেন, “কাশ্মিরে আমাদের দেশের কিছু ব্যক্তিকে ধর্মের নামে খুন করা হলো। পাকিস্তানের সন্ত্রাসবাদীদের ঘাঁটি আর পাকিস্তানের বায়ু সেনা ঘাঁটি ধ্বংস করে এই ঘৃণা কাজের উপযুক্ত জবাব দিয়েছে আমাদের সেনাবাহিনী। অপারেশন সিঁদুরে তাঁদের এই সাফল্য উদযাপন করতেই তিরঙ্গা যাত্রা আয়োজন করেছি আমরা।”
Post Comment