নিজস্ব প্রতিনিধি, আড়শা:
বৃহস্পতিবার থেকে তিন দিনের হরিনাম সংকীর্তন শুরু হয়েছে আড়শা ব্লকের বামুনডিহা গ্রামে। দ্বিতীয় দিন হরিনাম সংকীর্তন দেখতে ভীড় উপচে পড়লো ভক্তদের। উদ্যোক্তাদের পক্ষ বিরিঞ্চি মাহাত,উপাসি মাহাত জানান , “তিন দিনের কীর্তনে জেলার বিভিন্ন প্রান্তের পাঁচটি দল অংশগ্রহণ করেছে। শনিবার সংকীর্তনের শেষ দিন।











Post Comment