insta logo
Loading ...
×

তায়কোনডো চ্যাম্পিয়নশিপে ঝালদার সোনালি সাফল্য

তায়কোনডো চ্যাম্পিয়নশিপে ঝালদার সোনালি সাফল্য

নিজস্ব প্রতিনিধি, ঝালদা :

বর্ধমানের বরাকর আগারসেন ভবনে ১৯ ও ২০ জুলাই অনুষ্ঠিত হলো ওপেন স্টেট তায়কোনডো চ্যাম্পিয়নশিপ ২০২৫। সেখানে পুরুলিয়া জেলার প্রতিনিধিত্ব করে ঝালদার মানভূম তায়কোনডো অ্যাকাডেমির ১৫ জন প্রতিযোগী। চমকপ্রদ সাফল্য অর্জন করেন তারা।

অ্যাকাডেমির কোচ রেহাল চন্দ্র জানিয়েছেন, “এই ১৫ জন প্রতিযোগীর মধ্যে ৯টি সোনার পদক, ৪টি রুপোর পদক ও ২টি কাঁসার পদক এসেছে ঝালদার ঝুলিতে। এই কৃতিত্ব শুধু ঝালদার নয়, গোটা পুরুলিয়ার গর্ব।”

অ্যাকাডেমির সভাপতি শরৎ কান্দু, সম্পাদক অনুপ রজক ও কোষাধ্যক্ষ সুকুমার পান্ডে জানিয়েছেন, “আমাদের প্রতিযোগীরা সাহসিকতা ও দক্ষতার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেছে। তাদের এই সাফল্য ভবিষ্যতের পথ দেখাবে।”

কোচ রেহাল চন্দ্র আরও বলেন, “এই অসাধারণ সাফল্য আমাদের আত্মবিশ্বাস বহুগুণ বাড়িয়ে দিয়েছে। এবার আমাদের লক্ষ্য আন্তর্জাতিক স্তর, বিশেষ করে অলিম্পিকের মঞ্চে পা রাখা।”

Post Comment