নিজস্ব প্রতিনিধি, মানবাজার:
সংস্কারের অভাবে দীর্ঘদিন ধরেই বেহাল রাস্তা। সামান্য বৃষ্টিতেই জমছে জল। সেই রাস্তা দিয়ে যাতায়াত দুর্বিষহ হয়ে উঠেছে। যানবাহন চলাচল একপ্রকার বন্ধ হয়ে পড়েছে। এমনই অবস্থা মানবাজার ১ নম্বর ব্লকের কামতা-জাঙ্গিদিরী অঞ্চলের কেশ্যা-কলাবনি সংযোগকারী গুরুত্বপূর্ণ রাস্তাটির।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, জেলা প্রশাসন এবং সংশ্লিষ্ট দপ্তরে একাধিকবার অভিযোগ জানানো হলেও, কোনো সুরাহা হয়নি। বৃহস্পতিবার ঢেড়া পিটিয়ে রাস্তা অবরোধের ডাক দেন গ্রামবাসীরা । তারপরেই টনক নড়ে স্থানীয় প্রশাসনের । অবশেষে বর্ষার আগে রাস্তা সংস্কারে উদ্যোগী হল স্থানীয় গ্রাম পঞ্চায়েত।
এলাকার বাসিন্দা রঞ্জিত মাহাতো বলেন,
এই রাস্তার উপর দিয়েই পুরুলিয়া, মানবাজার, সিন্দরি, দুয়ারসিনি সহ একাধিক গুরুত্বপূর্ণ রুটে যাত্রীবাহী বাস চলাচল করে। একইসঙ্গে কলেজ, হাসপাতাল, বাজার সহ নানা গন্তব্যে পৌঁছতে প্রতিদিন হাজার হাজার মানুষ এই রাস্তা ব্যবহার করেন। দীর্ঘদিন রাস্তাটি বেহাল অবস্থায় থাকায় স্থানীয় বাসিন্দাদের দুর্ভোগ চরমে পৌঁছেছে।রাস্তা সংস্কারের জন্য বহুবার ব্লক প্রশাসন ও জেলা পরিষদে আবেদন করা হয়েছে। কিন্তু কোনও ফল মেলেনি।
আরেক বাসিন্দা শান্তিরাম মাহাতো বলেন, বর্ষার সময় কাদার মধ্যে হাঁটতে গিয়ে পড়ে যাওয়ার ঘটনা হামেশাই ঘটছে। প্রশাসন যদি আগেই ব্যবস্থা নিত, তাহলে এত দুর্ভোগ হতো না।

নিত্য যাত্রী আসবর আনসারী ক্ষোভে বলেন, এই রাস্তায় চলাচল এখন রীতিমতো আতঙ্কের বিষয় হয়ে দাঁড়িয়েছে। অবিলম্বে রাস্তাটি সংস্কার করা দরকার।
বর্তমানে কামতা-জাঙ্গিদিরী গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে রাস্তা সংস্কারের কাজ শুরু হয়েছে। তবে স্থানীয়দের দাবি, সাময়িক নয়, টেকসই সংস্কার চাই। এলাকা সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার কেশ্যা গ্রামের বাসিন্দারা গ্রামে ঢেঁড়া পিটিয়ে শুক্রবার ওই রাস্তা সংস্কারের দাবিতে পথ অবরোধের চিন্তাভাবনা করেন। সেই মতো শুক্রবার সকালে এক জায়গায় জমায়েত হতে শুরু করেন গ্রামের মানুষ। খবর পেয়েই কেন্দা থানার ওসি শুভজিৎ নন্দী ঘটনাস্থলে পৌঁছে গ্রামবাসীদের সাথে কথা বলেন। সেখান থেকেই বিষয়টি জানানো হয় মানবাজার ১ ব্লকের বিডিও দেবাশীষ ধরকে।। খবর পেয়ে আসেন স্থানীয় গ্রাম পঞ্চায়েতের প্রধানও। রাস্তা সংস্কারের আশ্বাস দেন তারা। তারপরেই শুক্রবার থেকে গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির সহযোগিতায় ইট গুঁড়ি ও মোরাম ফেলে ওই রাস্তায় যাতায়াতের জন্য স্বাভাবিক করা হয়েছে। মানবাজার ১ ব্লকের বিডিও দেবাশীষ ধর বলেন,” ওই রাস্তাটি সংস্কারের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আগেই জানানো হয়েছে। রাস্তাটি সংস্কারের জন্য সম্প্রতি সমীক্ষাও হয়। তবে আচমকা নিম্নচাপের বৃষ্টির ফলে ওই রাস্তা দিয়ে যাতায়াতকারী মানুষজনের খুব সমস্যা হচ্ছিল। তাই আপাতত পঞ্চায়েত সমিতি ও গ্রাম পঞ্চায়েত মেরামতের কাজ করেছে।”
Post Comment