insta logo
Loading ...
×

টিকিট লাগবে না, স্বর্গ থেকে নেমে আসছেন লতা কিশোররা

টিকিট লাগবে না, স্বর্গ থেকে নেমে আসছেন লতা কিশোররা

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া :

ঠিক যেন স্বর্গ থেকে নেমে আসবেন স্বর্গীয় কণ্ঠের অধিকারীরা। তাঁদেরই সৃষ্ট অপার্থিব সুরের মূর্ছনায় স্মরণ করা হবে বাংলা ও হিন্দি সংগীত জগতের ছয়জন কিংবদন্তিকে। পুরুলিয়া জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে আয়োজিত দুই দিনব্যাপী সঙ্গীতানুষ্ঠান ‘শ্রদ্ধাঞ্জলি’ আজ শনিবার থেকে শুরু হচ্ছে পুরুলিয়ার রবীন্দ্রভবনে।

এই অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশনের মাধ্যমে শ্রদ্ধা জানানো হবে শচীন দেববর্মণ, লতা মঙ্গেশকর, রাহুল দেববর্মণ, হেমন্ত মুখোপাধ্যায়, মান্না দে এবং কিশোর কুমারের প্রতি। দু’দিনের এই অনুষ্ঠান শুরু হবে প্রতিদিন বিকেল সাড়ে পাঁচটা থেকে।

এই বিশেষ আয়োজনের অন্যতম আকর্ষণ হল রাজ্যের তথ্য ও সংস্কৃতি দপ্তরের রাষ্ট্রমন্ত্রী ও বিশিষ্ট সঙ্গীতশিল্পী ইন্দ্রনীল সেনের গান পরিবেশন। আজ, ৩১ মে রবীন্দ্রভবনের মঞ্চে তিনিও গাইবেন প্রিয় শিল্পীদের স্মরণে।

শনিবার সংগীত পরিবেশন করবেন সুরজিৎ চট্টোপাধ্যায়, জোজো, অমিত গাঙ্গুলী, সপ্তক ভট্টাচার্য, শম্পা বিশ্বাস, অঙ্কন কুমার শী, জয় ভট্টাচার্য, অর্পিতা দে, ঐতিহ্য রায় এবং ইন্দ্রনীল সেন। এ দিন স্মরণ করা হবে শচীন দেববর্মণ, লতা মঙ্গেশকর ও রাহুল দেববর্মণকে।

রবিবার গাইবেন গৌতম ঘোষ, অনিত দাস, সুজয় ভৌমিক, বিভবেন্দু ভট্টাচার্য, তৃষা পারুই, চন্দ্রিকা ভট্টাচার্য, আরফিন রানা, বৃষ্টিলেখা নন্দিনী, দিশা রায় ও সৈকত মিত্র। সেদিন শ্রদ্ধা জানানো হবে হেমন্ত মুখোপাধ্যায়, মান্না দে এবং কিশোর কুমারকে।

পুরুলিয়া জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের আধিকারিক সিদ্ধার্থ চক্রবর্তী জানান, “অনুষ্ঠানের প্রস্তুতি প্রায় চূড়ান্ত। সাধারণ দর্শকদের জন্য প্রবেশ একেবারে উন্মুক্ত।”

সুরের এমন শ্রদ্ধাঞ্জলি শুধুমাত্র সংগীতানুরাগীদের নয়, আগামী প্রজন্মকেও বাংলা সঙ্গীতের গৌরবময় অতীতের সঙ্গে সংযুক্ত করবে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।

Post Comment