নিজস্ব প্রতিনিধি, টামনা:
জলে ডুবে মৃত্যু হল এক শিশুর। মৃত শিশুর নাম জয়দীপ মাহাত (৫)।ঘটনাটি ঘটেছে টামনা থানার সোনাইজুড়ি গ্রামে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার একটি পুকুরে মায়ের সাথে স্নান করতে গিয়েছিল ওই শিশু। হঠাৎ কোন ভাবে ডুবে যায় ওই শিশু। সেখান থেকে উদ্ধার করে নিয়ে পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। শুক্রবার শিশুটির ময়না তদন্ত করা হয়।এই ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে পুরুলিয়া সদর থানার পুলিশ।
Post Comment