নিজস্ব প্রতিনিধি, ঝালদা:
আধুনিক পিস্তলসহ এক যুবককে গ্রেফতার করল পুলিশ। ঘটনাটি ঝালদার জারগো গ্রামের। ধৃতের নাম রমেশ পরামানিক। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার গভীর রাতে ঝালদা–বাঘমুণ্ডি রাস্তায় টহলদারির সময় জারগো মোড়ের কাছে সন্দেহজনকভাবে ঘুরে বেড়াতে দেখা যায় রমেশ পরামানিককে। ডাকা হলে সে পালানোর চেষ্টা করে। এতে সন্দেহ আরও বাড়ায়। পিছু ধাওয়া করে তাকে আটক করে পুলিশ। পরে তল্লাশিতে তার কাছ থেকে একটি ৯ এম এম পিস্তল উদ্ধার হয়, যদিও কার্তুজ মেলেনি। পুলিশের সন্দেহ, তাদের দেখে কার্তুজগুলি ছুঁড়ে ফেলে দিয়েছে ওই যুবক। আগ্নেয়াস্ত্রটি বাজেয়াপ্ত করেছে পুলিশ। ধৃতের বিরুদ্ধে পুলিশ অস্ত্র আইন একটি স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে। বৃহস্পতিবার রমেশকে পুরুলিয়া আদালতে তোলা হলে তদন্তের স্বার্থে বিচারক ৭ দিনের পুলিশ হেফাজতে পাঠান। অস্ত্রটির উৎস এবং এর উদ্দেশ্য খতিয়ে দেখছে ঝালদা থানার পুলিশ।










Post Comment