নিজস্ব প্রতিনিধি , বান্দোয়ান :
শুক্রবার রাতের হঠাৎ নিম্নচাপের বৃষ্টির সঙ্গে তুমুল ঝড়ে কার্যত বিপর্যস্ত বান্দোয়ান ব্লকের একাধিক গ্রাম। ঘণ্টা দেড়েকের বেশি সময় ধরে চলা ঝড়-বৃষ্টির দাপটে ভেঙে পড়ে বহু গাছ ও বিদ্যুতের খুঁটি। সন্ধ্যা নামলেও অধিকাংশ প্রত্যন্ত গ্রামে বিদ্যুৎ ফেরেনি। অন্ধকারে ডুবে থাকে কুচিয়া, ধাদকা, কুমড়া, কুইলাপাল, চিরুডি-সহ বান্দোয়ান গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ অঞ্চল।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাতে আচমকাই আকাশ কালো করে নামে বৃষ্টি। তার সঙ্গে শুরু হয় প্রবল ঝড়। দীর্ঘ সময় ধরে চলা এই প্রাকৃতিক দুর্যোগে কুঁচিয়াতে ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইনের দুটি খুঁটি ভেঙে পড়ে বলে অভিযোগ। কোথাও আবার গাছের ডাল ভেঙে পড়ে বিদ্যুতের তারের উপর। ফলে রাতভর বিদ্যুৎহীন থাকতে হয় বহু গ্রামবাসীকে।
বান্দোয়ান ব্লক সদরে মধ্যরাতে বিদ্যুৎ পরিষেবা আংশিকভাবে স্বাভাবিক হলেও গ্রামাঞ্চলের চিত্র ছিল ভিন্ন। শনিবার বিকেল পর্যন্ত বেশ কিছু অঞ্চলে বিদ্যুৎ ফেরেনি। এমনকি কুইলাপাল এলাকায় সন্ধ্যার সময় কয়েক মিনিটের জন্য বিদ্যুৎ এলেও ফের বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায় এলাকা।
ব্লক প্রশাসনের এক আধিকারিক জানান, “ঝড়ের দাপটে বিভিন্ন জায়গায় গাছপালা পড়েছে। বজ্রপাতের কারণে কয়েকটি বিদ্যুৎ ট্রান্সফর্মার বিকল হয়ে গিয়েছে। বিদ্যুৎ দফতরের কর্মীরা পরিস্থিতি স্বাভাবিক করতে নিরলস চেষ্টা চালাচ্ছেন।”
Post Comment