insta logo
Loading ...
×

জিনাতের জঙ্গলে এ কী প্রতিযোগিতা!

জিনাতের জঙ্গলে এ কী প্রতিযোগিতা!

নিজস্ব প্রতিনিধি, বান্দোয়ান :

বান্দোয়ানের সেই ভাঁড়ারিয়া পাহাড়ের কথা মনে আছে? সেই যেখানে আশ্রয় নিয়েছিল ওড়িশার বাঘিনী জিনাত?
বৃহস্পতিবার বাঘিনীর আশ্রয়স্থল সেই ভাঁড়াড়িয়া পাহাড়ের কোলে বান্দোয়ানের কেন্দাপাড়া গ্রামের দুই পাড়া সাক্ষী থাকল এক অদ্ভুত প্রতিযোগিতার। ভগতা ঘুরা প্রতিযোগিতা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ফি বছর ১৪ জ্যৈষ্ঠ এই গ্রামে শিব পুজো উপলক্ষ্যে মেলা বসে। গ্রামের বাসিন্দাদের একাংশ জানাচ্ছেন, এক সময় গ্রামে এক সঙ্গে শিব পুজো হতো। দীর্ঘ এক দশকেরও আগে দুই পাড়া উপর পাড়া ও নামো পাড়ার মধ্যে মেলা ভাগ হয়ে যায়। দুই পাড়ায় একই দিনে আলাদা আলাদা ভাবে পুজো শুরু হয়। মেলায় ভাগ হয়ে আলাদা আলাদা জায়গায় মেলা বসে। তবে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি শিব পুজোর পরের দিনেই দুই জায়গাতে ভগতা ঘোরানো হয়।

উপর পাড়ায় চলন্ত ভগতা ঘোরানোর পাশাপাশি খুঁটি পুঁতেও ঘোরানো হয় ভগতাকে। অন্যদিকে নামোপাড়ায় পাশাপাশি দুটি খুটি পুঁতে এক সঙ্গে ভগতা ঘোরানো হয়। গ্রামের বাসিন্দা পঙ্কজ প্রামানিক বলেন, ” এ মেলা বহু প্রাচীন । আগে গ্রামে একটি জায়গাতে মেলা বসতো। গ্রামের বাসিন্দাদের মতের পার্থক্য হওয়ায় এখন দুই জায়গাতে মেলা বসে। দুই জায়গাতেই আলাদা আলাদা ভাবে ভগতা ঘোরানোর রীতি এখনো রয়েছে। “ তবে এই বছর দুই জায়গার মেলাতে ভিড় ছিল চোখে পড়ার মতো। এলাকার মানুষজনের পাশাপাশি পড়শি রাজ্য ঝাড়খন্ডের মানুষজনও ভিড় করেন মেলা দেখতে।

Post Comment