insta logo
Loading ...
×

জালে উঠল ১৪ কেজির বোয়াল! হৈচৈ মানবাজারে

জালে উঠল ১৪ কেজির বোয়াল! হৈচৈ মানবাজারে

নিজস্ব প্রতিনিধি, মানবাজার:

কংসাবতী ড্যামের জল থেকে জালে ধরা পড়ল ১৪ কেজি ওজনের একটি বোয়াল মাছ। মাছটি দেখতে মানবাজার এলাকায় হৈচৈ পড়ে যায়। স্থানীয় মানুষজন মাছটি দেখতে ভিড় জমান। জানা যায়, প্রথমে মাছটি জালে আটকে গেলে বেশ কিছুক্ষণ সময় লাগে ডাঙ্গায় তুলতে। এরপর মাছটিকে মানবাজার কৃষক বাজারে নিয়ে আসা হয়।

মাছ বিক্রেতা চন্দ্রনাথ ধীবর বলেন, “কংসাবতী ড্যামের জলে জালে ধরা পড়ে একটি বোয়াল মাছ। মাছটির ওজন ১৪ কেজি এবং উচ্চতায় প্রায় পাঁচ ফুট। সাত সকালেই বিরাট আকারের মাছের আগমন নিয়ে বেশ কৌতূহলের সৃষ্টি হয় মানবাজার কৃষক বাজারে।

Post Comment