নিজস্ব প্রতিনিধি, জয়পুর:
বাড়ির অমতে বিয়ে করায়, স্বামীকে বারবার রাস্তা আটক করে মারধরের অভিযোগ উঠল বধূর পরিবারের সদস্যদের বিরুদ্ধে। এই ঘটনায় মঙ্গলবার ওই বধূর অভিযোগের ভিত্তিতে তার কাকু ও পিসেকে গ্রেফতার করল জয়পুর থানার পুলিশ। পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম অজিত মাঝি ও অনিলবরণ মাঝি। তাঁদের বাড়ি যথাক্রমে টামনা থানার চিতোড়া ও হুড়া থানার আড়ালকচা গ্রামে। বুধবার ধৃতদের পুরুলিয়া জেলা আদালতে পেশ করা হলে, বিচারক তাঁদের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।
অভিযোগকারীনী ২১ বছরের রচনা মাঝি জানান, দীর্ঘদিন প্রেমের সম্পর্কে থাকার পর হুড়া থানার বাউরিডি গ্রামের যুবক মৃণালকান্তি বাউরীকে বিয়ে করেন তিনি। বর্তমানে ওই দম্পতি জয়পুর থানার হাড়গাড়া গ্রামে পোস্ট অফিসে কর্মরত। তরুণীর দাবি, এই বিয়েতে তাঁর পরিবার রাজি ছিল না। সেই ক্ষোভ থেকেই একের পর এক আক্রমণের শিকার হতে হচ্ছে তাঁদের।
পুলিশকে রচনা আরও জানান, ১৬ মে ও ১৯ মে কর্মস্থল হাড়গাড়ায় এসে তাঁদের সঙ্গে ঝামেলা করেন বাপের বাড়ির লোকেরা। শুধু তাই নয়, কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে একাধিকবার রাস্তা আটকেও করা হয়েছে মারধর।
সবচেয়ে চাঞ্চল্যকর ঘটনা ঘটে মঙ্গলবার দুপুরে। অভিযোগ, সেদিন হাড়গাড়া থেকে জয়পুর ফেরার পথে তাঁদের থামিয়ে প্রাণনাশের উদ্দেশ্যে ভাড়া করা দুষ্কৃতীদের নিয়ে এসে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে রচনার কয়েকজন আত্মীয়। ওই তরুণীর স্পষ্ট অভিযোগ, বারবার হুমকি ও আক্রমণের শিকার হচ্ছেন তাঁরা।
পুলিশ জানিয়েছে, নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু হয়েছে। ঘটনার রাতেই দু’জন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। তদন্ত চলছে। আরও কেউ জড়িত থাকলে, আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেই জানিয়েছে পুলিশ।
Post Comment