insta logo
Loading ...
×

জল যন্ত্রণার শহরে তৃণমূলের ত্রিপল

জল যন্ত্রণার শহরে তৃণমূলের ত্রিপল

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:

নিম্নচাপের বৃষ্টিতে জলমগ্ন পুরুলিয়া শহরের বেশ কিছু এলাকায় ত্রাণ হিসাবে ত্রিপল বিলির উদ্যোগ নিল পুরুলিয়া শহর তৃণমূল। রবিবার শহর তৃণমূল কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে এই কর্মসূচির সূচনা হয়।

দলীয় সূত্রে জানা গিয়েছে, শহরের ১১৩টি বুথে দুস্থ পরিবারের হাতে ত্রিপল তুলে দেওয়া হবে ওয়ার্ড সভাপতিদের মাধ্যমে। বিভিন্ন শাখা সংগঠনও এই কর্মসূচিতে অংশ নেবে।

শহর তৃণমূল সভাপতি প্রদীপকুমার ডাগা বলেন, “আমরা প্রায় ২০০টি ত্রিপল বিতরণ করব শহরের বিভিন্ন বুথে, যাতে দুর্দশাগ্রস্ত মানুষরা উপকৃত হন।”

Post Comment