নিজস্ব প্রতিনিধি, বান্দোয়ান :
জল ট্যাঙ্কার থেকে জল সরবরাহ শুরুই হয়নি, অথচ ভেঙে পড়ল পাইপ! বান্দোয়ান থানার তালপাত গ্রামে জল ট্যাঙ্কারের পাইপ ভেঙে আহত হলেন এক মহিলা। বুধবার দুপুরে ছাগল চরানোর সময় আচমকা লোহার পাইপ তাঁর পায়ের উপর ভেঙে পড়ে গুরুতর জখম করে। প্রথমে তাঁকে বান্দোয়ান ব্লক স্বাস্থ্যকেন্দ্রে এবং পরে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এলাকাবাসীর অভিযোগ, জল ট্যাঙ্ক নির্মাণের কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়েছে। উল্লেখ্য, কয়েক মাস আগে শেষ হওয়া জাইকা প্রকল্পের এই ট্যাঙ্ক থেকে এখনও জল সরবরাহ শুরু হয়নি। ঘটনায় চাঞ্চল্য ও ক্ষোভ ছড়িয়েছে এলাকায়।
Post Comment