নিজস্ব প্রতিনিধি, জয়পুর :
লোকসভা ভোটের ছায়া সামান্য গ্রামের সমবায় ভোটেও? বিজেপিকে রুখতে গঠিত হয়েছে একেবারে ইন্ডি জোটের মতো মহা গঠবন্ধন। তাতে তৃণমূল তো আছেই আছে সিপিআইএম আছে কংগ্রেসও, উঠছে এমনই অভিযোগ। আর অভিযোগের কেন্দ্রে রয়েছে জয়পুর সমবায় ও কৃষি উন্নয়ন সমিতি লিঃ। ১৪ জুন এখানে ভোট। ৩৩ আসনের মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ১৪ টি আসনের ফল নির্ধারণ হয়ে গেছে বাকি ১৯ টি আসনে ভোট হচ্ছে। দু তরফেই চলছে জোর প্রচার। জেলা বিজেপির সহ সভাপতি রবিন সিং দেওয়ের অভিযোগ বেশ কিছু আসনে তাদের নমিনেশন করতে দেওয়া হয়নি। নিয়ম অনুযায়ী দেওয়া হয়নি ঋণ খেলাপিদের তালিকা। “বিজেপিকে রুখতে তৃণমূল বাম ও কংগ্রেসকে নিয়ে জোট করেছে।” অভিযোগ রবিন বাবুর।
অন্যদিকে তৃণমূল জয়পুর ব্লক সভাপতি রাজাবাবু আনসারির দাবি, “সমবায়কে বাঁচাতে এমন জোট গড়া হয়েছে। সমবায় অরাজনৈতিক প্রতিষ্ঠান। বিজেপি যদি চায়, মর্যাদা দিয়ে তাঁদের জয়ী প্রার্থীদের নিয়ে এই সমবায়কে এগিয়ে নিয়ে যাব।”
সমবায় ভোট ঘিরে এখন টানটান উত্তেজনা জয়পুরে। জনতা জনার্দন কোন পক্ষে রায় দেয় সেটাই দেখার।
Post Comment